শখের বসে ছবি তোলেন তারা। কাঁধে ক্যামেরা ঝুলিয়ে ছবির পেছনে ঘুরে বেড়ান দেশে দেশে। বয়সে সবাই তরুণ। এই ৭৩ জন আলোকচিত্রী বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তোলা ছবিগুলোর মধ্য থেকে বেছে বেছে ৭৩টি ছবি নিয়ে দৃক গ্যালারিতে মিলিত হয়েছেন । তাদের সংগঠন গ্র্যাসহপার্সের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া।
এ সময় তিনি বলেন, ‘তরুণরাই এ সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের অসামান্য প্রতিভাকে সমাজ উন্নয়নের কাজে লাগাতে পারলে সমাজের অসঙ্গতিগুলোও কমে আসবে।’ তিনি আরো বলেন, ‘ছবি তোলা একটি শিল্প। একটা ভালো ছবি সময়কে ফ্রেমে আবদ্ধ করে রাখে। মুক্তিযুদ্ধের অনেক ছবি এখনো আমাদের অনুপ্রেরণা যোগায়। আমি আশা করবো, তরুণ এ আলোকচিত্রশিল্পীরা তাদের সুন্দর ছবি দিয়ে মানুষকে সচেতন করে তুলবে।’
আয়োজকরা জানান, প্রায় চার হাজার ছবি থেকে বাছাই করা ৭৩টি ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন হচ্ছে বলেও জানান তারা। এবার তিন দিনব্যাপী চলবে তৃতীয় দফার এই আয়োজন। সবার জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।