বই পড়তে বেজায় ভালোবাসেন। বইপোকাই নাকি বলা যায় তাকে। তবু ২৯ বছর বয়সেও গ্র্যাজুয়েশনের চৌকাঠ পেরোনো হয়নি সোনম কাপুরের। তিনি ঠিক করেছেন, এ বছর পরীক্ষাটা দিয়েই দেবেন। সিভিতে অভিনয় নিয়ে একের পর এক নাম যোগ হতে থাকলেও, শিক্ষাগত যোগ্যতা থমকে আছে সেই ক্লাস টুয়েলভেই। সোনম জানিয়েছেন, তার জীবনের এ এক বড় আক্ষেপ। সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া ছবি দিয়ে বলিউডের অভিনয় জগতে পা রাখেন সোনম। তবে বেশ কিছু বছর গ্ল্যামার দুনিয়ায় কাটানোর পর সোনম নিজেই মনে করেন বেশ তাড়াতাড়ি তিনি চলে এসেছিলেন এই জগতে। তার মতে, আরও বছর চারেক তার অপেক্ষা করা উচিত ছিল। তা যদি হতো তাহলে গ্র্যাজুয়েট হয়েই বলিউডে পা রাখতে পারতেন তিনি। তবে তা আর সম্ভব হয়নি। তাই আপাতত ১২ ক্লাসের বিদ্যা নিয়েই সন্তুষ্ট।