মানুষের স্বপ্ন থাকে। মুক্তারও আছে। তিনি গান করেন। গান নিয়েই এগিয়ে যেতে চান। সুনামগঞ্জ জেলার মধ্যনগর বাজারের এই মেয়েটি এলাকায় 'গানের পাখি' হিসেবে পরিচিত। শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে মাত্র ছয় বছর বয়সে গানে হাতেখড়ি শুরু। ওস্তাদ প্রভাত দেবনাথের কাছে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানে নিয়মিত তালিম নিচ্ছেন। মুক্তা বিভিন্ন ধরনের সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বেশ কয়েকবার। মুক্তা বলেন, 'আমার বাবা-মা আর এলাকাবাসীর সবার দোয়ায় গানকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। একদিন গানের জগতেরই বাসিন্দা হতে চাই। সেই চেষ্টাতেই আছি আমি।' মুক্তার প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা ও সাবিনা ইয়াসমিন।