বলিউডে বর্তমানে সফল অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রায় সুপারস্টার সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনয়ের সুযোগ হয়নি দাবাং খ্যাত সালমান খানের সঙ্গে। আর তাই নিয়ে আক্ষেপের শেষ নেই এই নায়িকার। তবে দীপিকার অনেকদিনের সাধ এবার পূরণ হতে চলেছে। বলিউড অন্দর মহলের খবর এবার স্বপ্ন-পূরণ হতে চলেছে দীপিকার। যশরাজ প্রোডাকশনের পরবর্তী ছবি ‘সুলতান’-এ জুটি বাঁধতে চলেছে সালমান-দীপিকা।
তবে এই ব্যাপারে অফিশিয়ালিভাবে কোন কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু ছবির পরিচালক আলি আব্বাস জাফার জানিয়েছেন, “সালমানের ডেট নিয়ে অনেক সমস্যা রয়েছে। তবে ‘বজরঙ্গী ভাইজান’-এর শুট শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারবেন না তিনি”।
অন্যদিকে ‘পিকু’-এর প্রচারে ব্যস্ত আছেন নায়িকাও। তাই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং।
তবে আগস্ট মাস থেকে সলমনের পরবর্তী ছবি ‘শুদ্ধি’র শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর পরিচালক করণ জোহার ছবির কাস্টে কিছু পরিবর্তন আনতে চলেছেন। তাই আপাতত পিছিয়ে গেছে ছবির শুটিং।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব