বলিউড কিং শাহরুখ খানের ফ্যান, রইসসহ একাধিক ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে। তবে যে ছবিটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা তা হল শাহরুখ খানের আগামী ছবি অথর্ব-দ্য অরিজিন। ছবিতে শাহরুখ খানের উপস্থিতি থাকলেও এই ছবিতে শাহরুখ খান নিজে কিন্তু অভিনয় করছেন না। কারণ অথর্ব-দ্য অরিজিন আসলে একটি অ্যানিমেটেড সিনেমা। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অ্যানিমেটেড শাহরুখ খানকে।
কিছুদিন আগেই অথর্ব-দ্য অরিজিন-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাতেই অ্যানিমেটেড শাহরুখ খানের ফার্স্ট লুক দেখা গিয়েছ। এই ছবিতে আদি যুগের এক শক্তিশালী রাজার ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। স্বভাবতই ভারী গহনা, অস্ত্রশস্ত্রে একেবারে অন্য অবতারে কিং খান। তবে শাহরুখের এমন উপস্থিতি কিন্তু নতুন নয়। এর আগে অশোকা ছবিতে অনেকটা একই সাজে দেখা গিয়েছে শাহরুখ খানকে। অ্যানিমেটেড এই শাহরুখ খানের এইট প্যাক অ্যাব আরও স্পষ্ট, আরও নিখুঁত।
ছবিতে লম্বা চুলে খালি গায়ে হাতে লম্বা তলোয়ারে যোদ্ধারূপে দেখা যাবে শাহরুখকে। রমেশ তামিলমানির উপন্যাসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি অথর্ব দ্য অরিজিন। উপন্যাসের নামও ঠিক একই। এক শক্তিশালী রাজার কষ্টপূর্ণ যাত্রার কাহিনীই হল এই ছবি।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব