জনপ্রিয় তামিল মুভি 'মোনাগুরুর' রিমেকে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অ্যাকশন থ্রিলারধর্মী মুভিটির রিমেকে শুধু সোনাক্ষী নয়, এতে দেখা যাবে তার বাবা শত্রুঘ্ন সিনহাকেও। খবর দ্য হিন্দুর
এখনো নাম ঠিক না হওয়া 'মোনাগুরু'র রিমেক পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা এ.আর মুরুগাদস। আগামী ১৪ মার্চ রিমেকটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, রিমেকে সোনাক্ষীর বাবার চরিত্রটি বেশি দীর্ঘ নয়; কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। আর খলনায়ক চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ।
ফক্স স্টার স্টুডিও প্রযোজিত রিমেকের বাকি কলাকুশলীদের নাম খুব শিগগির চূড়ান্ত করা হবে বলেও জানায় সূত্রটি।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ ২০১৫/শরীফ