জুনে মুক্তি পাচ্ছে আনুশকা অভিনীত নতুন ছবি 'দিল ধারাকনে দো'। ছবির পরিচালক জয়া আক্তার ও প্রযোজক ফারহান আক্তার। এ ছবিতেও একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। একটি সফরকে কেন্দ্র করে ছবির কাহিনী গড়ে উঠেছে। তবে নতুন খবর হলো, এ ছবির জন্য একটি আইটেম গানে সম্প্রতি অংশ নিয়েছেন আনুশকা। পুরো ছবির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে নতুন চমক তৈরির জন্যই গানটি করা হয়েছে। এটি ছবির প্রচারণায়ও ব্যবহার করা হবে। ব্যাপক খোলামেলারূপে এ আইটেম গানে দেখা যাবে আনুশকাকে। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ। এ বিষয়ে আনুশকা বলেন, আমি আইটেম গানে কাজ করতে পছন্দ করি না। তবে এ গানটির আয়োজন অনেক আলাদা ছিল। দেখলেই দর্শকরা তা বুঝতে পারবেন। বরাবরের মতো হট আনুশকাকেই পাওয়া যাবে এখানে। এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য চমক। আশা করছি ভালো লাগবে।