ক্যারিয়ারের জন্য সবাই ঘর-সংসার ছেড়ে দেন। কিন্তু 'টাইটানিক'-খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট একেবারেই ভিন্ন। তিনি অভিনয় করছেন, ঘরও সামলাচ্ছেন। তার ছেলের বয়স ১৫ মাস। মা হওয়ার পর স্বাভাবিকভাবেই নারীদের ওজন বেড়ে যায়। কিন্তু নায়িকাদের ওজন বাড়লে কি চলে! কিন্তু তিনি মনে করেন, কোনো মাকেই তার ওজন কমানোর জন্য চাপ দেওয়া উচিত নয়। সময় নিয়ে ধীরে ধীরে ওজন কমানোর দিকটিকে বরং সমর্থন জানিয়েছেন এই অভিনেত্রী।
উইন্সলেট মনে করেন, নায়িকারা মা হলে তাকে রাতারাতি ওজন কমানোর জন্য একের পর এক খবর প্রকাশ হতে থাকে সংবাদ মাধ্যমে। মার্কিন টিভি অনুষ্ঠান 'এক্সট্রা'য় তিনি বলেন, 'ম্যাগাজিনগুলো মা হওয়ার পরপরই প্রচ্ছদকন্যা বানাতে চায় অভিনেত্রীদের। পাপারাজ্জিরাও লুকিয়ে ছবি তুলেই যায়। আট সপ্তাহ পরই বলা হয়, কি চমৎকার শারীরিক গড়ন! অথচ আট সপ্তাহ পরও প্রত্যেক মাকেই মনে হবে তিনি বোধহয় এখনো সন্তানসম্ভবা!' যোগ করে কেট আরও বলেন, 'ওজন কমানোর জন্য মায়েদের চাপ দেওয়া আমি মনে করি মোটেও উচিত নয়।'