প্রকাশ্যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার মানসিক বিষণ্নতায় ভোগার কথা জানিয়েছিলেন। এতে করে তিনি সবার কাছ থেকে যে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তার জন্য বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিস্মিত হয়েছেন। দীপিকার পক্ষ নিয়ে কথাও বলেছেন তিনি।
ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, 'পিকে' খ্যাত অভিনেত্রী আনুশকা তার মন থেকে কথা বলেন। তিনি কখনো সত্য থেকে দূরে চলে যান না এবং সত্যকে গ্রহণ করার মতো ক্ষমতা তার আছে। দীপিকার বিষণ্নতায় ভোগার বিষয়ে স্বীকারোক্তি নিয়ে জনসাধারণের মধ্যে যে ভয়ঙ্কর নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, এ বিষয়টি আনুষ্কাকে ভীষণভাবে আঘাত করেছে।
সম্প্রতি ভারতের একটি শীর্ষ দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন আনুশকা। ওই সাক্ষাৎকারে তিনি 'বাজিরাও মাস্তানি' খ্যাত অভিনেত্রীর পক্ষ নিয়ে বলেছেন, যখন দীপিকা বিষণ্নতার কথা বলেন, তখন মানুষ তার বিপক্ষে অনকে কথা লিখেছিলেন। তিনি একটি বড় কারণের জন্য এটি করেছেন। হলিউড অভিনেত্রী ক্যাথেরিনও তো মানসিক রোগ 'বাইপোলার ডিজঅর্ডারে' ভুগছিলেন। কেউ কি তার সম্পর্কে এমন কিছু লিখেছে? দীপিকা সম্মান ও অধিকারের সঙ্গে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে পারেন।
উল্লেখ, গত বছরে হঠাৎ করেই বিষণ্নতা পেয়ে বসেছিল চেন্নাই এক্সপ্রেসের অভিনেত্রী দীপিকাকে। সেই বিষণ্নতা দূর করতে চিকিত্সকের কাছে পর্যন্ত যেতে হয়েছিল তাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ভালোই ছিলাম, কিন্তু একদিন হঠাৎ করে বিষণ্নতা পেয়ে বসল। আমার অনুভূতির ওপর দিয়ে রোলার-কোস্টার চলা শুরু করল। শেষ পর্যন্ত আমার সেই অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হলো আমাকেই।'
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ২০১৫/শরীফ