বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির খানের মধ্যে প্রথম খান হিসেবে আজ ৫১-এ পা দিলেন আমির। তবে জীবনের এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অামির কিন্তু নিজেকে এখনো ১৮ বছরের তরুণই মনে করেন। বয়সটা এই অভিনেতার কাছে স্রেফ একটা সংখ্যা বলেই জানিয়েছেন। নিজের ৫০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে শুক্রবার রাতে মুম্বাইয়ে সংবাদকর্মীদের সঙ্গে কেক কাটতে গিয়ে এসব কথা বলেন আমির খান। খবর ইন্ডিয়া টুডে'র
দেখতে দেখতে বলিউড ক্যারিয়ারে ২৫ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে আমিরের। এজন্য তিনি যে সুযোগ পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। জীবনের ৫০টি বছর পেরিয়ে যাওয়া প্রসঙ্গে আমির খান বলেন, '৫০ আমার কাছে স্রেফ একটা সংখ্যা। বয়সের প্রসঙ্গ আসলেই তা আমাদের মনে স্থির হয়ে থাকে। যখন কেউ প্রাপ্তবয়স্ক হয় তখন তারা অনুভব করে যে 'আমি পরিপক্ক'। কিন্তু বেশির ভাগ মানুষই একটা বয়সে স্থির থাকে। আমি নিজেকে এখনো ১৮ বছরের তরুণ অনুভব করি।'
২৫ বছরের বলিউড ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে আমির নিজেকে সুখী ও অগ্রাধিকারপ্রাপ্ত মনে করেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, 'অামি কৃতজ্ঞ যে ২৫ বছরের ক্যারিয়ারে আমি যে কাজ করেছি তা উপভোগ করেছি। খুব কম লোকই এমন সুযোগ পাই এবং আমি এজন্য কৃতজ্ঞ।' শুভ জন্মদিন আমির।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ২০১৫/শরীফ