যৌন নিগ্রহের শিকার হয়েছেন ভারতের টিভি অভিনেত্রী মোনা বাসু।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১১ মার্চ রাতে বাড়ি ফেরার সময় যৌন নিগ্রহের শিকার হন তিনি। ঘটনাটি ঘটে মুম্বাইয়ের ভারসোভা জেটির কাছে। অভিনেত্রী ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত রণদীপ কুমারকে গ্রেফতার করে পুলিশ।
ভারতের সনি, স্টারপ্লাস, সাহারা ওয়ান, স্টার গোল্ড, স্টোর ওয়ানসহ বিভিন্ন টিভি চ্যানেলে রিয়েলিটি শো ও সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন মোনা। এ ছাড়া তিনি মাজি ও ক্লাব ৬০ নামক দুইটি সিনেমাতেও অভিনয় করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৫/ এস আহমেদ