বলিউড সুপারস্টার সালমান খানের প্রশংসা করেছেন তারই সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সালমান খান তার জীবনেরই একটা অংশ বলে মন্তব্য করেন ক্যাটরিনা। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০১৫ –এর এক সেশনে একথা বলেন এই অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডে'র
মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় কথা বলা থেকে নিজেকে বিরত রাখেন ক্যাটরিনা। সম্প্রতি ব্যক্তিগত জীবনের কিছু কথা শেয়ার করেছেন ক্যাট। এ সম্পর্কে ক্যাটরিনা বলেন, 'লোকে আমার সম্পর্কে খারাপ মন্তব্য করুক তা আমি চাই না। এতে আমি প্রচণ্ড আঘাত পাই। তাই আমি চাই না অন্যদের কাছ থেকে ফের একই আঘাত পাই।'
চলচ্চিত্র জগতে প্রবেশের ক্ষেত্রে সালমানের গুরুত্বপূর্ণ অবদানের কথা অকপটে স্বীকার করেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি বলেন, 'সালমান একজন চমৎকার মানুষ। সত্যিই সে অদ্বিতীয়। পৃথিবীতে তার মতো মানুষ খুব কমই খুঁজে পাবেন।'
ক্যাটরিনা আরো বলেন, 'সালমান সবসময়ই আমার জীবনের অংশ। তাকে ছাড়া আমার জীবনে চলার পথ অনেক কঠিন হতো। জীবনে চলার পথে কেউ যদি সালমানকে পেয়ে যান তবে তিনি খুবই ভাগ্যবান। আর সালমান শুধু আমাকে সহায়তা করেননি; তিনি সবার জন্যই এগিয়ে আসেন।'
সালমান ও তাকে নিয়ে যেসব বাজে কথা ছড়ানোর পেছনে তিনিই দায়ী বলেও জানান ক্যাটরিনা। রণবীর ও সালমানের মধ্যে কে ভালো অভিনেতা জানতে চাইলে ‘চিকনি চামেলি’ খ্যাত এ অভিনেত্রী বলেন, 'তাদের দুজনের মধ্যে কে ভালো সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করবো না। তবে তারা দুজনেই ভিন্ন। তাদের উপস্থিতি ও দক্ষতাও এক নয়।'
অভিনেত্রী দীপিকা সম্পর্কে ক্যাটরিনা বলেন, 'আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কিছু বলতে চাই না। আমরা সবাই সহশিল্পী। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই।'
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৫/শরীফ