চুরি করতে গিয়ে ধরা খেয়ে গ্রামবাসীর কাছে বেদম গনপিটুনি খেলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আ খ ম হাসান!
এক বাড়িতে চুরি করতে গিয়ে পরিচয় হয় দুই চোর মোশাররফ করিম ও হাসানের। বিছানায় ঘুমন্ত নারীর কানের দুলটি নিতে গিয়ে মোশাররফ করিম টের পান নারীটি মৃত। এরই মধ্যে ওই নারীর স্বামী এবং শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের মানুষ এসে চোর দুটিকে ধরে ফেলে। এরপর চলে গণধোলাই পর্ব। সবার ধারণা চোরগুলোই ওই নারীকে হত্যা করেছে।
গ্রামবাসী পিটুনি দিয়ে তাদের বেঁধে রাখে নারকেল গাছের সঙ্গে। সকালবেলা পুলিশ চলে আসে এবং জানতে চায় কে খুন করেছে? হাসান চিন্তা করে তার কেউ নেই, তাই সে মরলে কিছু যায় আসে না। করিমের অন্তত একটা বউ আছে। তাই সে পুলিশের কাছে স্বীকার করে যে সে নিজেই খুন করেছে।
এটি বাস্তব জীবনের কাহিনী নয়, 'তখনো সূর্য ডোবেনি' নাটকটি এমন গল্প নিয়ে এগিয়ে চলে। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। এতে দুই চোরের ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও আ খ ম হাসান।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ ২০১৫/ এস আহমেদ