পরিকল্পনা ছিল পহেলা বৈশাখকে সামনে রেখে 'মহুয়া সুন্দরী' মুক্তি দিবো। সেভাবেই ছবিটির কাজ ও অন্যান্য অানুষঙ্গিক এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ পাবে না। অর্থাৎ পহেলা বৈশাখ নয়, পহেলা মে'কে মাথায় রেখে 'মহুয়া সুন্দরী'-কে বড় পর্দায় ওঠাবো।
বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন ছবিটির পরিচালক রওশন আরা নিপা। তিনি বলেন, মূলত কয়েকজন শিল্পীর ডাবিং বাকি থাকায় মুক্তির তারিখ পেছাতে বাধ্য হয়েছি। এছাড়া পহেলা বৈশাখে ছবি দেখার চেয়ে গ্রামবাংলার লোকজ সাহিত্য ও মেলা পার্বণ নিয়ে মানুষ বেশি ব্যস্ত থাকে। সেইদিকটাও বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।
ময়মনসিংহ গীতিকার মহুয়া সুন্দরীকে আবারও দেখা যাবে রূপালী পর্দায়। ২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া এ ছবিতে মহুয়া সুন্দরীর চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। ইতোমধ্যে তার 'ভালোবাসা সীমাহীন' ছবিটি ব্যবসা সফল হয়েছে। আর দর্শকরাও তার অভিনয়ের প্রশংসা করেছেন। সব মিলিয়ে প্রথম ছবিতেই বাজিমাত করেছেন পরীমণি।
বিডি-প্রতিদিন/ ১৫ মার্চ, ২০১৫/ রশিদা