ঈদে প্রকাশ হয়েছে আরফিন রুমির তিনটি গানের একটি অ্যালবাম। নাম 'কিছু কথা আকাশে পাঠাও'। 'কিছু কথা আকাশে পাঠাও' শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে এক মাস হবে। মাত্র এক মাসে এই মিউজিক ভিডিওটির দর্শক হয়েছে দুই লাখ ৫৫ হাজারের উপরে। এর মধ্যে ফেসবুক ভিউয়ার্স এক লাখ ৬১ হাজার আর ইউটিউব ভিউয়ার্স ৯৪ হাজার। রুমি বলেন, 'এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। এখনো দর্শক-শ্রোতারা যে ভালো গানের মূল্যায়ন করে, এটি তার একটি প্রমাণ। আমি আশা করি গানটি ধারাবাহিকতা ধরে রাখবে'।