রাজধানী ঢাকার হোটেল র্যাডিসনের বলরুমে আয়োজিত ‘দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশ নিতে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এখন ঢাকায়।
আজ শুক্রবার রাতে তিনি ওই ফ্যাশন শোতে অংশ নেবেন। তিনিই এই আয়োজনের মূল আকর্ষণ।
আয়োজকরা জানান, এটি ‘দি লাস্ট্রাস রানওয়ে’র ষষ্ঠ আয়োজন। এ উপলক্ষে ফেসবুকে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক প্রচারণা। এতে বিজয়ীরা ফ্যাশন শো শেষে দিয়া মির্জার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, পন্ডস লাস্ট্রাস রানওয়েতে অংশ নিতে এর আগে পর্যায়ক্রমে ঢাকায় এসেছিলেন বলিউডের তিন অভিনেত্রী নেহা ধুপিয়া, সোহা আলি খান ও মালাইকা অরোরা খান।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৫/মাহবুব