নুসরাত ফারিয়া। নিঃসন্দেহে একটি সৌভাগ্যবতী মেয়ের নাম। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি আলো ছড়িয়ে বেড়াচ্ছেন। উপস্থাপনা দিয়েই মাত করেছেন দর্শকের মন। আর এখন তিনি অপেক্ষায় বড় পর্দায় অভিষেকের। ধারণা করা হচ্ছে, অভিষেকটি বেশ ঝলমলে হবে তার। কারণ এর মধ্যেই নুসরাতের প্রথম ছবির গান প্রকাশ হয়েছে ইউটিউবে। আর সেখান থেকেই আওয়াজ উঠেছে- নুসরাত আসছেন। একেবারে ফাটিয়ে দেওয়ার জন্যই তিনি আসছেন।
ঢালিউডে শিল্পী সংকট চলছে অনেক দিন ধরে। কিন্তু সম্প্রতি তা কাটতে শুরু করেছে। শাবনূর-পূর্ণিমারা অবসর নিলেও শূন্যস্থান পূরণ করেছেন অপু বিশ্বাস, মাহী, ববিরা। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ফারিয়ার নাম। ছবি মুক্তির আগেই এ কথা বলা যদিও ঠিক নয়, কারণ ছবিটি ফ্লপ হয়ে নুসরাত হারিয়েও যেতে পারেন। তবুও সবাই বলছেন, কারণ গানের পারফরম্যান্স দিয়েই তিনি প্রমাণ করেছেন, ক্ষণিকের জন্য তিনি আসেননি, আসছেন চিরদিনের জন্য।
ফারিয়ার ছবির নাম নতুন করে আর বলার কিছু নেই। সবাই জানে। অশোক পতির পরিচালনায় তিনি 'আশিকি' ছবিতে অভিনয় করেছেন। বিপরীতে আছেন ওপার বাংলার নায়ক অংকুশ।
ফারিয়াকে নায়িকা হওয়ার প্রস্তাব অনেকে দিয়েছে। কিন্তু রাজি হননি। কারণ তিনি প্রস্তুতি নিচ্ছিলেন বড়পর্দায় অভিনয়ের। এ জন্য তিনি চুপ ছিলেন। কারণ নিজেকে একেবারে প্রস্তুত করেই নামতে চেয়েছিলেন। তাই অপেক্ষা। আর শুরুর ছবিটা অবশ্যই বড় ক্যানভাসে হতে হবে। হয়েছেও তাই। বিশাল বাজেট, বড় নির্মাতা, বড় নায়ক এবং বিদেশে শুটিং। চাওয়ার থেকেও যেন বেশি পাওয়া। তাই ফারিয়াকে লাকি গার্ল বলা যেতেই পারে।
কথায় কথায় ফারিয়া বললেন, 'আমাকে নায়িকা হিসেবে কাজ করার জন্য অনেকেই বলত। আমি মাথা ঘামাতাম না। শেষ ২০১৪ সাল থেকে আমি ধীরে ধীরে এটা নিয়ে ভেবেছি।'
প্রথম ছবির জন্য ফারিয়াকে কষ্টও করতে হয়েছে অনেক। পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়েছে। তিনি বলেন, 'আমাকে ছবিতে নির্বাচনের আগে ভারতে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আর আমি আগে থেকেই নাচ শিখেছি। তারপরও ভারতে গিয়ে নাচ, অভিনয়, লুকটেস্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে কাজটা শুরু করেছি। নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। তাই নিজেকে গুছিয়ে কাজটা করেছি। কারণ যে কাজ করব, ভালোভাবেই করব।'
এতকিছুর পরও নিজে নিজে প্র্যাকটিস করেছেন। বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয়ের অভ্যাস করেছেন। ভুল হলে তার ছোট বোন ধরিয়ে দিয়েছেন। বলতে গেলে প্রস্তুতির কমতি রাখেননি। তাই সুফল তিনি প্রত্যাশা করতে পারেন। কষ্টের শেষেই তো মিষ্ট আসে।
টেলিভিশন ও রেডিওর চেনা নাম নুসরাত ফারিয়া। এ পর্যন্ত ২০টির মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এসবের বাইরে আরটিভির লেট নাইট কফি শোতে দীর্ঘদিন উপস্থাপনা করেন। সবমিলিয়ে তার উজ্জ্বল উপস্থিতি নির্মাতাদের চোখে পড়েছে। তাই চলচ্চিত্রের অভিনয় তো আসতই, নাটকেও অভিনয়ের প্রস্তাব এসেছে অহরহ। কিন্তু লোভে গলে যাননি। ধৈর্য ধরেছেন। এখন ফারিয়ার ধৈর্যে সুফল পাওয়ার পালা। তিনি বলেন, 'আশিকি'র গান প্রকাশ হয়েছে। এতেই অনেক সাড়া পাচ্ছি। প্রচুর মানুষ ফোনে, ফেসবুকে তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। তাই আমার প্রত্যাশা আরও বেড়ে গেছে। তাই বলে গর্বে মাটির ওপর দিয়ে হাঁটা শুরু করিনি। কারণ আমি সবসময় পা মাটিতেই রাখতে চাই। চূড়ান্ত পরীক্ষা এখনো বাকি। আমি অপেক্ষায় আছি আমার অভিনয় নিয়ে সবার প্রতিক্রিয়া দেখার জন্য।'