এই মুহূর্তে পারিশ্রমিকের বিচারে বিশ্বের সেরা নায়িকা কারা? ফোর্বস ম্যাগাজিন বেছে নিল তেমনই আট অভিনেত্রীকে। এই তালিকায় প্রথম হওয়ার মাপকাঠি পারফরম্যান্স নয়, বার্ষিক আয়। অর্থাৎ, পারিশ্রমিক। ৫২ মিলিয়ন, অর্থাৎ ৫ কোটি ২০ লক্ষ ডলার পারিশ্রমিক নিয়ে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স রয়েছেন প্রথম স্থানে।
দ্বিতীয় স্থানে আছেন স্কারলেট জোহানসন, বয়স ৩০। বার্ষিক আয় ৩৫.৫ মিলিয়ন ডলার। প্লাস সাইজের মেলিসা ম্যাকার্থির বছরে রোজগার ২৩ মিলিয়ন ডলার।
বিডি-প্রতিদিন/২২ অাগস্ট, ২০১৫/ এস আহমেদ