ক্যারিয়ারের কথা ভেবে বিচ্ছেদের পথ বেছে নিলেন মেগান ফক্স। ব্রিয়ান অস্টিন গ্রিনের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন মেগান- গেল কয়েকদিন ধরে বাতাসে ভাসছে এমন গুঞ্জন। তবে অস্টিন বা মেগান মুখ খোলেননি এ বিষয়ে। মেগান ও অস্টিনের ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে খবরটির সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি ম্যাগাজিন ইউএস উইকলি। ম্যাগাজিনটি দাবি করেছে, ছয় মাস আগেই বিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন মেগান ফক্স। গত ছয় মাস ধরে তিনি ও অস্টিন এক ছাদের তলায় করছেন না বসবাস। অবশ্য মেগান-অস্টিনের বিচ্ছেদ এবারই প্রথম নয়। ফক্স টিভি সিরিজের কাজ করতে গিয়ে অস্টিনের সঙ্গে মেগানের পরিচয়। ওই সময়ের তরুণীদের হৃদয়ে তোলপাড় তোলা অস্টিনের সঙ্গে অল্প দিনেই মেগানের হৃদ্যতা বাড়ে এবং কিছুদিনের মধ্যেই তা প্রেমে পরিণত হয়। একত্রে বসবাসও শুরু করেন তারা। ২০০৯ সালে সম্পর্কে টানাপড়েন দেখা দেয় তাদের। এর জের ধরে বিচ্ছেদ বেছে নেন তারা।
পরে ২০১০ সালে আবারও মেগানকে প্রেমের প্রস্তাব দেন অস্টিন। মেগানও সাড়া দেন। কিন্তু আবারও বিচ্ছেদের পথে গেলেন মেগান।