আটচল্লিশ বছর বয়সেও নিজের রুপ, আর যৌবন ধরে রাখা চারটি খানি কথা নয়। বয়সকে তারুণ্যের ফ্রেমে বেঁধে ফেলতে সেলিব্রেটিরা কত কিনা করেন! অনেকে শারীরিক কসরত, প্লাস্টিক সার্জারিও বেছে নেন। তবে অভিনেত্রী সালমা হায়েক ওই পথে না গীয়ে নির্ভর করেন আয়ুর্বেদিক পদ্ধতির ওপর। তিনি জানিয়েছেন যে নিজের তারুণ্যকে ধরে রাখতে তিনি গরুর হাড় সেদ্ধ করেন এবং তার থেকে যে রস বেরোয়, সেই রস খান। আর তাতেই তার ত্বকের বয়স থেমে গিয়েছে।
গরুর হাড় দিয়ে বানানো 'স্যুপ' সালমা নিজেই তৈরি করেন। কয়েকটি গরুর হাড় প্রথমে ঘণ্টাখানেক সেদ্ধ করেন, তারপর তাতে এক চা চামচ অ্যাপেলের রস মেশান। তারপর সেই সেদ্ধ রস প্রতিদিন এক কাপ করে খান। এতে পুরো মাত্রায় জিলেটিন ও চর্বি আছে যা যৌবন ও রূপ ধরে রাখতে সাহায্য করে। সূত্র: এমিরেটস ২৪
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট ২০১৫/শরীফ