সাভারের রানা প্লাজা ধসের সত্য কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র 'রানা প্লাজা' প্রদর্শন ও সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতা। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এর ফলে ৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শন বা কোনো মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা যবে না বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। শামীম আক্তারের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেন নজরুল ইসলাম খান। গত বছরের আগস্টে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর বিভিন্ন দৃশ্যের ব্যাপারে আপত্তি জানিয়ে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় বোর্ড। এতে ছবির নির্মাতা হাইকোর্টে রিট করলে গত ১১ জুন কোর্ট ছাড়পত্র প্রদানের জন্য বোর্ডকে নির্দেশ দেন। ১৬ জুলাই সেন্সর সনদপত্র দেওয়া হয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে নির্মাতা নজরুল জানান, 'গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই ছবিটি নির্মাণ করেছি। এতে পোশাকশিল্পের জন্য ক্ষতিকর কোনো বিষয় নেই। আমাদের আইনজীবী বিষটি দেখছেন। আদালতের রায়ের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে আমরা বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থার দ্বারস্থ হচ্ছি। আশা করি ইতিবাচক সাড়া পাব।'