২০ বছরে তাঁদের বয়স বেড়েছে কিন্তু আজও কেমিষ্ট্রি একই রকম। ‘ডিডিএলজে’র কুড়ি বছর পূর্তি উপলক্ষে যে ভিডিও প্রকাশ করেছে তা দেখতে দেখতে দর্শক কখন যেন পা রাখবেন স্মৃতি সরণিতে। সেই রাজ-সিমরন খুনশুটি। সেই ভালোবাসার তীব্রতা। সেই সংলাপে মনকেমন করে ওঠা আবার নতুন করে ফিরিয়ে দিলেন শাহরুখ-কাজল।
তবে একটু মজাও হল। ২০ বছর ধরে দর্শকরা অনেকে বলেছেন, কেন শেষ দৃশ্য চেন টেনে রেলগাড়ি না থামিয়ে নায়ক অমন করে দাঁড়িয়ে ছিলেন। এর কেনই বা নায়িকা যে কোনও একটা কম্পার্টমেন্টে না উঠে অমন করে দৌঁড়ে গেলেন।
হিন্দি সিনেমার নয়া ঘরানার সূচনা এই ছবির হাত ধরেই বলা যায়। বিশ্বায়ন উত্ত্র দুনিয়া হিন্দি ছবি কোন পথে চলবে, ৯৫ এ মুক্তি পাওয়া এ ছবি সে পথ দেখিয়ে দিয়েছিল৷ ফলে ‘কিং অফ রোমান্স’ হিসেবে শাহরুখ হয়েছিলেন অপ্রতিরোধ্য। আজও তাঁর সে ইমেজ বর্তমান। বলিউডে সিনেমা আবার নতুন বাঁক নিয়েছে। কিন্তু এ ছবির হ্যাংওভার আজও কাটেনি। এই সেদিনও মারাঠা মন্দিরে প্রতিদিন চলত এ ছবি। দু’দশক পেরিয়ে প্রেম, সমাজ, দেশ পেরনো আবেগের ডায়েরি ধরা দিয়েছে এ সিনেমা।
এ ভিডিওতে সেই নস্ট্যালজিয়া ফের উসকে দিলেন শাহরুখ কাজল।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন