টিভিপর্দায় এখন খুব একটা দেখা যায় না মডেল-অভিনেত্রী বিপাশা হায়াতকে। বর্তমানে সংসার, লেখালেখি আর আঁকাআঁকি নিয়েই তার যত ব্যস্ততা। তবে ভক্তদের জন্য সুখবর হলো, ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।
প্রাণ ডেইরী লিমিটেডের পণ্য ‘প্রাণ পাউডার মিল্ক’ এর বিজ্ঞাপনচ্চিত্রে মডেল হতে যাচ্ছেন এই অভিনেত্রী। শিগগিরই এর দৃশ্যধারণ হবে।
এ উপলক্ষ্যে আগামীকাল শনিবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিস্বাক্ষর হবে বিপাশার। বিজ্ঞাপনে মডেল হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করার কথাও উল্লেখ থাকছে তাতে।
প্রসঙ্গত, এই বিজ্ঞাপনের মাধ্যমে অনেকদিন পর নতুন কোনো বিজ্ঞাপনে দেখা যাবে বিপাশাকে। এটি কে নির্মাণ করবেন তা চুক্তি স্বাক্ষরের পর জানানো হবে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব