হলিউডে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল মুভি মেলায় বলিউডে নিজের যাত্রাপথ সম্পর্কে বলতে গিয়ে দীপিকা তিনি বলেন, পাশ্চাত্য বিশ্বে কাজ করতে আমি খুবই আগ্রহী।
দীপিকা আরও বলেন, আমি হলিউডে অভিনয়ের অপেক্ষায় রয়েছি। এজন্য জীবনে নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে আমি প্রস্তুত।
হলিউডের ছবিতে কাজ করা করার ইচ্ছা পোষণ করলেও বলিউডে তাঁর ক্যারিয়ার নিয়ে দারুণ খুশি দীপিকা। তিনি এও জানিয়েছেন, সাফল্য বা তারকাখচিত এই গৌরবের আড়ালে কোনদিনও ঢাকা পড়বে না মানুষ দীপিকা। এব্যাপারে একমত তাঁর পরিবারও।
দীপিকা জানিয়েছেন, এত জৌলুসের মধ্যেও কোন পরিবর্তন হয়নি তাঁর। এখনও রাতে বাড়িতে বাসন মাজেন তিনি। তাঁর এই সাফল্যের পেছনে পরিবার ও স্কুলের বন্ধু-বান্ধুবীদের উৎসাহ ও সমর্থনের কথাও উল্লেখ করেন দীপিকা।
বলিউডে গুঞ্জন, হলিউডে অভিনয় করুক দীপিকা, এমনটা নাকি চান তাঁর প্রেমিক রণবীর সিংহও।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৫/মাহবুব