কথা ছিল গার্লফেন্ড হবেন ক্যাটরিনা। কিন্তু বয়সটা বেশি হওয়ায় সেটা আর হলো না। ক্যাটের জায়গাটি দখল করলেন ২৫ বছরের কৃতি স্যানন।
চেতন ভগতের 'হাফ গার্লফ্রেন্ড' উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে একটি ছবি। এতে নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন কৃতি স্যানন। শুরুতে গার্লফ্রেন্ড চরিত্রে ক্যাটরিনা কাইফকে নেওয়ার কথা ছিলো। কিন্তু পরিচালক মোহিত সুরি ও প্রযোজক একতা কাপুরের মনে হচ্ছে, সুশান্তর পাশে বলিউডের এই অভিনেত্রীকে বয়স্ক মনে হবে! তাই তরুণী একজনকে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছান তারা। ফলে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সী কৃতিকে। এক বছর আগেই উপন্যাসটি পড়েছিলেন তিনি।
পিঙ্কভিলা এক খবরে জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে তাকে।
গত বছর 'হিরোপান্তি'র মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতির। এরপর রোহিত শেঠির পরিচালনায় 'দিলওয়ালে' ছবিতে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। এতে তার সহশিল্পী শাহরুখ খান, কাজল ও বরুণ ধাওয়ান।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/এস আহমেদ