বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের তরুণী কন্যা কৃষ্ণা শ্রফ বোধোয় আলোচনা ও বিতর্কে থাকতেই পছন্দ করেন। তাইতো গণমাধ্যমের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য শুরু থেকেই ইনস্টাগ্রামে নগ্ন ও অাধা-নগ্ন ছবি পোস্ট করছেন তিনি। নগ্নতায় ভরা এসব ছবি বেশ নজরও কাড়ছে। তবে এবার ভিন্ন কারণে গণমাধ্যমের নজরে আসলেন কৃষ্ণা। এবার ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সর্বশেষ অবশ্য ওই যুবকের পরিচয় জানা গেছে। সে কৃষ্ণার ব্রাজিলিয়ান বয়ফ্রেন্ড স্পেন্সার জনসন।
এদিকে, এই ছবি নিয়ে আগ্রহীরা বেশ রসালো মন্তব্য করছেন। তাদের মন্তব্যগুলো অনেকটা এরকম 'মিষ্টি জুটি', 'চমৎকার জুটি' ও 'সুন্দর জুটি' ইত্যাদি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ