অমিতাভ বচ্চনের গলা আর ফারহান আখতারের গিটার। বিগ বি-র পরের ছবি 'ওয়াজির'-এ সিনেমা হলে ঝড় তুলতে তৈরি এই ডুয়েট। ওয়াজিরের 'অতরঙ্গি ইয়ারি' গানটি রেকর্ডিং-এর ভিডিও প্রকাশ্যে এল। ছবিতে দুই চরিত্রের বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক স্পষ্ট ধরা পড়েছে ভিডিও-টিতে।
রোচক কোহলির লেখা গান 'অতরঙ্গি ইয়ারি' গেয়েছেন অমিতাভ স্বয়ং। সঙ্গে গিটার বাজিয়েছেন ছবির আর এক চরিত্র ফারহান।
একটি খুনের ঘটনার কিনারা কী ভাবে হল, তা নিয়েই তৈরি ওয়াজির। টানটান এই থ্রিলারে অমিতাভ বচ্চন, ফারহান আখতার ছাড়ও অভিনয় করেছেন নীল নিতীন মুকেশ, জন আব্রাহাম, অদিতি রাও হায়দারি। আগামী বছরের ৮ জানুয়ারি মুক্তি পাবে ওয়াজির।
অ্যান্টি টেরর স্কোয়াডের এক অফিসারের চরিত্রে এই ছবিতে দেখা যাবে ফারহান আখতারকে। আমিতাভ বচ্চন অভিনয় করেছেন চলাফেরায় অক্ষম এক দাবাড়ুর। এই দুজনের ডুয়েট সিনেমা হলে কতটা জাদু দেখায়, এখন সেটাই দেখার।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন