নিজেকে ঘিরে কথিত প্রেমিক রনভীর সিং ও সাবেক প্রেমিক রনবীর কাপুরের মধ্যকার তুলনা করাটা একদমই পছন্দ না বলে জানিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ইরফান খান, শাহরুখ ও অমিতাভ বচ্চনসহ তার আরো অনেক সহ-অভিনেতা রয়েছে। তাদের সঙ্গে তুলনা না করে তাকে কেবল রনভীর ও রনবীরের মধ্যে কেন তুলনা করা হয় এ নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন এই অভিনেত্রী। পিটিঅাই'কে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দীপিকা। খবর পিটিআই'র
দীপিকা বলেন, 'ব্যাপারটি আমাকে খোঁচায় বা আমাকে রাগান্বিত করে না। এটা স্রেফ বিচারবুদ্ধির ঘাটতি যে তারা বারবার সবকিছুকেই তুলনা করার চেষ্টা অব্যাহতভাবে করে যাচ্ছেন। ইরফান খান বা অমিতাভ বচ্চনের মতো আমার তো অারো সহ-অভিনেতা রয়েছে তাদের সঙ্গে কেন তুলনা করেন না।'
তিনি আরো বলেন, 'আমি তো তাদের সবার সঙ্গে কাজ করেছি। কিন্তু সহজেই রনভীর ও রনবীরকে বেছে নেই আমরা। মানুষ বা অন্য জিনিসের তুলনা অব্যাহতভাবে করে যাওয়াটাকে কাণ্ডজ্ঞানহীন বলেই আমার মনে হয়।'
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/শরীফ