স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিদেশে ইংরেজি নববর্ষ উদযাপনের পরিকল্পনা ছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। এ লক্ষ্যে দুবাই থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে একটি ফ্লাইট উঠেন তারা। কিন্তু বিমানে উঠার পর এটি যখন উড্ডয়নের জন্য রানওয়েতে আস্তে আস্তে নড়ছিল তখন হঠাৎ করে শরীরের পিছন দিকে চরম ব্যথা অনুভব করেন বিদ্যা। এরপর জরুরি ভিত্তিতে বিমানটি থামিয়ে যাত্রা থামাতে হয় এ অভিনেত্রীকে। ফলে বিদেশ ভ্রমণ বাতিল করে ভারতে ফিরে আসতে হয় তাদেরকে।
কিডনির পাথরের কারণে বিদ্যার এ ব্যথা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে বর্তমানে মুম্বাইয়ের খার হিন্দুজা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেচারির নববর্ষটাই উদযাপন করা হলো না! খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ