অভিনেতা রনভীর সিংয়ের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আছে কি নেই তা কখনো স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ রকম কোনো প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে তোলা হলে তিনি সবসময়-ই তা হাসি দিয়ে ফেলে দিয়েছেন। যাহোক, অবশেষে রনভীরকে 'প্রেমিক' না হোক, 'বয়ফ্রেন্ড' হিসেবে সাবলীলভাবেই স্বীকার করেছেন 'বাজিরাও মাস্তানি'র এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্ডফেয়ার অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে রনভীরকে 'বয়ফ্রেন্ড' হিসেবে সম্বোধন করেন তিনি। সাবেক বয়ফ্রেন্ড রনবীর কাপুরের সঙ্গে অভিনয় করাটাকে রনভীরকে সিং কীভাবে নেন এরকম এক প্রশ্নে একথা বলেন দীপিকা।
দীপিকা বলেন,' এক্ষেত্রে আমার বয়ফ্রেন্ড [রনভীরকে ইঙ্গিত করে] কতটা নিরাপদ না অনিরাপদ এ ব্যাপারে প্রশ্ন করাটা ঠিক না।' রনভীরকেই এ প্রশ্ন রাখা সঠিক হবে বলেও জানান তিনি। তবে ব্যক্তিগত জীবনে সবার সঙ্গেই সম্পর্কটাকে স্বাভাবিক রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন বলেও জানান দীপিকা। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ