রোমানিয়ান মডেল ও অভিনেত্রী লুলিয়া ভানতুরের সঙ্গে প্রেম বা সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি বলিউড অভিনেতা সালমান খান। তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে সালমানের ভ্ক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। তবে সম্পর্ক স্বীকার করুক অার নাই করুক, সালমানকে কিন্তু প্রায় সময়ই বিভিন্ন জায়গায় কথিত প্রেমিকা লুলিয়ার সঙ্গে দেখা যায়। এইতো কয়েকদিন আগে জানা গিয়েছিল, লুলিয়া নাকি সালমানের সঙ্গে তার মুভির সেটেও আসা যাওয়া করছেন। আর এবার এই যুগলকে একত্রে দুবাইয়ে সময় কাটাতে দেখা গেছে। ইনস্টাগ্রামে পাওয়া একটি ছবিতে সালমানকে পরিষ্কার বোঝা গেলেও তার সঙ্গের মেয়েটি লুলিয়া কিনা তা স্পষ্ট নয়। তবে শারীরিক গঠন দেখে মেয়েটি লুলিয়া বলেই ধারণা কারো কারো। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ