কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল যে গত বিশ্ব ভালোবাসা দিবসে সময় দিতে না পারার প্রেক্ষিতে নাকি বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে সম্পর্কোচ্ছেদ ঘটিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। এরপর থেকে অভিনেত্রী আনুশকা একদম অনড় অবস্থানে থাকলেও কোহলি নাকি সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন বলে খবর প্রচার পাচ্ছিল। অবশেষে এসব গুজব ও খবরই সত্যি হচ্ছে বলে মনে হচ্ছে।
গতকাল রাতে কোহলি ও আনুশকাকে মুম্বাইয়ের বান্দ্রাস্থ রয়্যালটি ক্লাবে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে। ডিনারে নাকি দুজন একসঙ্গে বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। বিভিন্ন বিষয় নিয়ে নাকি তাদের মধ্যে আলোচনা করতে দেখা গেছে। এমনটি হলে কোহলি ও আনুশকা ভক্তদের জন্য নিশ্চয় সুখবর বটে! সব বিরহ ও মত পার্থক্য ভুলে দুজনের ফের একত্রিত হওয়াটাই যে তাদের একমাত্র কাম্য! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ