অনেক দিন ধনে বাজারে নতুৃন কোনো গান নেই অর্থহীন ব্যান্ডের সুমনের। তবে নতুন খবর হচ্ছে ‘চাইতে পার’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘এপিটাফ’ এসব ধাঁচের গান থেকে বেরিয়ে এবার রবীন্দ্রসংগীত নিয়ে আসছেন তিনি।
বেজ গিটারবাদক হিসেবে তুমুল জনপ্রিয় এ সংগীতশিল্পী বৈশাখে নিয়ে আসছেন রবীন্দ্রসংগীতের ভিডিও। দ্বৈত কণ্ঠে গাওয়া এ গানটি হলো ‘পুরনো সেই দিনের কথা’। এতে সুমনের সঙ্গে গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীন শিল্পী পিউ। গিটার বাজিয়েছেন মহান। গানটির সংগীতায়োজন করেছেন সুমন। পহেলা বৈশাখের প্রথম প্রহরে গানের ভিডিও প্রকাশ হবে। ইউটিউব এবং বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে একই দিন থেকে।
সহশিল্পী প্রসঙ্গে সুমন বলেন, ‘পিউদের বাসায় প্রথম তার গান শুনি। খুবই মুগ্ধ হয়েছিলাম। তাই তাকে সঙ্গে নিয়ে নতুনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানটি করা। এর রেকর্ডিং হয়েছে ঢাকা ও যুক্তরাষ্ট্রে।’
এদিকে, গানটির ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। শ্রীমঙ্গল, বান্দরবান ও কক্সবাজারে হয়েছে এর দৃশ্যধারণ। ভিডিওটি পরিচালনা করেছেন সুমন নিজেই।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৬/ রশিদা