কঙ্গনা রানাওয়াত আর হৃত্বিক রোশনের প্রেমকাহিনী নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। অভিযোগ-পাল্টা অভিযোগ আর আইনি লড়াই এবার মোড় নিল নতুন দিকে। হৃত্বিকের বিরুদ্ধে এবার মারাত্বক অভিযোগ আনলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার ব্যক্তিগত ছবি ও গোপন ইমেল অন্যদেরকে ছড়িয়ে দিচ্ছেন হৃত্বিক রোশান! এমনই ভয়াবহ অভিযোগ এনেছেন কৃশ-থ্রি-এর নায়িকা। ইতিমধ্যেই নায়িকার এই অভিযোগ নিয়ে মুম্বাই পুলিশ কমিশনারের কাছে হাজির হয়েছেন তাঁর আইনজীবী।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এভাবে হৃত্বিক রোশান ইচ্ছাকৃতভাবে কঙ্গনা রানাওয়াতের সম্মান নষ্ট করেছেন। তাঁর শালীনতা ও শ্লীলতার উপর আঘাত হেনেছেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৪