প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। দ্বিতীয়বারের মতো দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন বলিউডের এই অভিনেত্রী। আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে বসতে যাচ্ছে ১৪৭তম দাদা সাহেব ফালকে পুরস্কারের আসর। আর বলিউডের এই সম্মানিত পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন দেশি গার্ল খ্যাত এই তারকা।
প্রচণ্ড হতাশা নিয়ে চলচ্চিত্র জগতে পা রাখা প্রিয়াঙ্কা একসময় আত্মহত্যাও করতে গিয়েছিলেন। কিন্তু সেদিন বেঁচে গিয়েছিলেন তার ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায়। সেই প্রিয়াঙ্কা আজ বলিউড ছাড়িয়ে হলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন। সেখানেও কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসা।
সঞ্জয়লীলা বানশালী পরিচালিত 'বাজিরাও মাস্তানি' ছবিতে কাশীবাঈ চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এবার তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই ছবিতে নিজের অভিনয়ে নিজেই মুগ্ধ প্রিয়াঙ্কা। ধন্যবাদ জানিয়েছেন বাজিরাও মাস্তানির সাথে জড়িত সকল কলাকুশলীকে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ