বলিউডে 'পিঙ্ক' ছবিটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী নায়িকা তাপসী পান্নু। ছবিটি প্রদর্শনীর জন্য জাতিসংঘেরও আমন্ত্রণ পেয়ে গেছে এরইমধ্যে। ছবিটিতে রাগান্বিত চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী। তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।
তাপসী ছাড়াও 'পিঙ্ক' ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গে পাল্লা দিয়েই অভিনয় করেছেন তাপসী। বলিউড শাহেনশাহের আলোয় নিজেকে হারিয়ে যেতে দেননি। এবার বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করছেন তাপসী। ছবির নাম 'নাম শাবানা'।
সম্প্রতি শুধু তাপসীকে নিয়েই এ ছবির ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে। তাতে তাপসীকে দেখে মনে হয়েছে এ ছবিতেও রাগী এবং লড়াকু নারীর চরিত্রে অভিনয় করছেন তাপসী। বলিউডে জনপ্রিয় ছবি 'বেবি'র সিক্যুয়েল 'নাম শাবানা'। পরিচালনা করছেন শিবম নায়ার। ছবির ফার্স্ট লুক প্রকাশ করে অক্ষয় টুইটারে লিখেছেন, 'গেট রেডি ফর দ্য অসামনেস অফ তাপসী ইন 'নাম শাবানা'। দ্য ফিল্ম বিলংস টু ইউ 'বেবি'।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা