হিন্দি সিনেমা এখন অনেক খোলামেলা হয়ে গেছে। সেখানে এখন সবই প্রায় চলে। সেই ধারাতেই সাম্প্রতিক যোগ হয়েছে সঞ্জয় শর্মা পরিচালিত ছবি ইশক জুনুন। ছবিতে অভিনয় করেছেন দিব্যা সিং, রাজবীর সিং, অক্ষয় রঘুবংশী।
হিন্দি ছবির ইতিহাসে শেষ কয়েক বছরের ইতিহাস ঘাটলে ছোটখাটো একাধিক সেক্স কমেডি ও সেক্স থ্রিলারের সন্ধান পাওয়া যাবে। এই ছবিগুলোর মাধ্যমেই একটু একটু করে লজ্জার আবরণ ভেঙে যেন বাইরে বেরিয়ে আসছে হিন্দি ছবি।
ইশক জুনুন ছবিতেও রয়েছে নগ্ন শরীর, উদ্দাম যৌনতা, সম্পর্কে টানাপোড়েন, এবং সব শেষে হত্যা। একটি টানটান থ্রিলারের ভেতর যে মশলা থাকে, সব কিছুই আছে এর মধ্যে। ছবি মুক্তির পর থেকেই ঝামেলা শুরু করেছিল মুম্বাইয়ের শিবসেনা। বলেছিল, পোস্টারগুলি অশ্লীল।
শহর জুড়ে এমন পোস্টার লাগিয়ে রাখলে খুব মুশকিল। এমন পোস্টার শহরের তরুণ-তরুণীর মধ্যে খারাপ প্রভাব ফেলবে। এসব সরিয়ে রেখেও শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল ইশক জুনুন। তবে এখন উত্তাপ বাড়িয়ে পর্দায় রীতিমত সাড়া ফেলেছে ছবিটি।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/০৬ ডিসেম্বর ২০১৬/হিমেল