পায়ে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তীতূল্য অভিনেতা দিলীপ কুমার। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দিলীপ কুমারকে ভর্তি করা হয়েছে। খবর বলিউড লাইফের।
চার দিন পরেই নিজের ৯৪ তম জন্মদিন পালন করবেন দিলীপ কুমার। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু বলেন, 'চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, সিরিয়াস কিছু হয়নি। ইনশাআল্লাহ জন্মদিনের আগেই তাকে বাসায় নিয়ে যাবো।'
পরে টুইট করে দিলীপ কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর আগের চেয়ে ভালো বোধ করছেন। সবাইকে প্রার্থণা করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা