মুখে যে যাই বলুক সত্যিকার অর্থে অনেক জটিল একটি বিষয় হল দাম্পত্য জীবন। বিশেষ করে বাঙালিদের দাম্পত্যজীবন। সেখানে পুরুষ আর নারীর সুখের নীড় যতটা না জায়গা জুড়ে থাকে, তার চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে থাকে মানিয়ে-গুছিয়ে নেওয়ার বিষয়টি। বউয়ের শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়া, স্বামীর স্ত্রীর মানিয়ে নেওয়া, শ্বশুরের বাক্যবাণের সঙ্গে জামাই বেচারার মানিয়ে নেওয়া এরকম আরও কত কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়।
আর বিয়ের পরের মধুচন্দ্রিমা। নামে যতই মধু থাক, আসলে ব্যাপারটা মধুময় কতটা হয়, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করতে পারেন অনেকেই। আদতে বাঙালির মধুচন্দ্রিমা যা হয় সেই সব নিয়েই নতুন ছবি তৈরি করেছেন পরিচালক মৈনাক ভৌমিক। অনেক দিন পরে তিনি আবার ফিরেছেন বাঙালি সংসারজীবনের বৃত্তে। এবারে তার ছবির বিষয় নিখাদ আটপৌরে বাঙালি দাম্পত্য। ছবির নামও তাই ‘বিবাহ ডায়েরিজ’।
এই ছবির কেন্দ্রে দেখা যাবে দুই দম্পতিকে। এক দিকে রয়েছে দুই বর্ষীয়ান স্বামী-স্ত্রী। অন্য দিকে রয়েছে তাদেরই ছেলে আর ছেলের বউয়ের দাম্পত্য। ধীরে ধীরে দেখা যাবে, দুই দাম্পত্যই কোথাও একটা গিয়ে মিলে যাচ্ছে একই খাতে।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৭