এক জন সন্তান তার মায়ের ছবি আঁকছেন নিজের ক্যানভাসে। যে নারী পোজ দিয়েছেন তিনি শিল্পীর আপন মা নন, সৎ মা। তিনি সম্পর্ণ নগ্ন অবস্থায় পোজ দিচ্ছেন। কিন্তু ছেলের রঙ তুলির আঁচড়ে ক্যানভাসে যা ভেসে ওঠে তা কোনো নগ্ন নারীর ছবি নয়। সেটা পূর্ণরূপে সুসজ্জিতা এক মায়ের।
একজন নারী যেমনই হোন, সন্তানের চোখে তিনি মা। এমনকি নগ্ন থাকলেও সন্তানের চোখে তাকে মা-ই মনে হবে। অন্য কোনো চিন্তার এখানে অবকাশ নেই। এই থিমকে ঘিরেই এগিয়েছে ২২ মিনিট দৈর্ঘ্যের এ ছবির কাহিনী।
ইন্দো-আমেরিকান স্বল্প দৈর্ঘ্যের এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিঙ্কিনি সেন। এটি নির্মাণ করেছেন অনীক চৌধুরী।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা