হুমকির জেরে মাতৃভূমি ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক তাহির শাহ। অনলাইনে ২০১৩ সাল থেকেই বেশ জনপ্রিয় হয়েছিলেন তাহির। ‘আই টু আই’ এবং ‘অ্যাঞ্জেল’ নামের দুটি গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তাহির।
পরী সেজে গান গেয়ে অনলাইনে বেশ প্রশংসিত এবং চর্চিত হয়েছেন তিনি। শ্রোতাদের কাছে প্রেমের বাণী প্রচার করতেন তাহির। তার অভিনব পরিবেশনা মন কেড়েছিল দেশ-বিদেশের মানুষের। সেই তাহিরকেই নিজের দেশ ছাড়তে হল।
ক্রমাগত প্রাণনাশের হুমকি আসায় পাকিস্তান প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তবে কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। তাই গত পরশু পাকিস্তান ছেড়ে চলে গেছেন তাহির। তবে কোথায় গেছেন জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা