নিকোল কিডম্যান আর টম ক্রুজকে ডাকা হতো 'হলিউডের আদর্শ জুটি' নামে। নব্বইয়ের দশকে এ জুটির নানা খবর ছিল বহুচর্চিত বিষয়। তবে সেই সম্পর্ক এখন ইতিহাস। ২০০১ সালেই শেষ হয়ে যায় ১১ বছরের ভালবাসার সংসার। নিকোল এখন গায়ক কিথ আরবানের ঘরণী। সুখেই আছেন। কাটিয়ে উঠেছেন ক্রুজের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা। জানালেন, ক্রুজের সঙ্গে বিচ্ছেদের মতো প্রেমটাও হয়েছিল হঠাৎ করেই।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''এটা একেবারে হঠাৎ করেই হয়েছিল। কিন্তু জানেন কি, যখন টমের প্রেমে আমি পড়লাম, কোনোকিছুরই তোয়াক্কা করিনি।''
১৯৮৯ সালের সিনেমা 'ডেইজ অফ থান্ডার'-এর সেটে পরিচিত হন কিডম্যান-ক্রুজ জুটি। প্রথম দেখাতেই প্রেম, অতঃপর বিয়ে। ১১ বছরের দাম্পত্য শেষ হয় ২০০১ সালে। ক্রুজের সঙ্গে বিচ্ছেদটা নিকোলকে বিষাদের সাগরে ডুবিয়ে দিয়েছিল। কষ্ট ভুলতে ডুব দেন সিনেমা জগতে। ওই সময় ‘দ্য আওয়ার্স’ সিনেমায় বিষাদগ্রস্ত ব্রিটিশ সাহিত্যিক ভার্জিনিয়া উল্ফ-এর চরিত্রে অভিনয় করে পান ক্যারিয়ারের একমাত্র অস্কার।
নিকোল বলেন, ''ওই সময় প্রচণ্ড বিষন্নতায় ভুগছিলাম। তাই ভার্জিনিয়া চরিত্রে নিজেকে হারিয়ে ফেলতে পেরেছিলাম। এই চরিত্রটিই আমার জীবন বাঁচিয়েছিল।''
কিথ আরবানের সঙ্গে তার সংসারে এসেছে ফুটফুটে দুই কন্যাসন্তান ফেইথ ও সানডে রোজ। স্বামী-সন্তান নিয়ে নিকোলের এখন সুখের সংসার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ