মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ও তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে নতুন একটি গান তৈরি করেছেন প্রখ্যাত গায়ক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের শিরোনাম ‘রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা পিপল’।
এতে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রাজীব, এলিটা, রুমানা আক্তার ইতি ও স্মরণ। লিখেছেন মাহবুবুল এ খালিদ। সম্প্রতি এ গানের অডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘আমাদের দেশের শিল্পী-সাহিত্যিকরা রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানাবেন বলে আশা করেছিলাম। কিন্তু তারা এ ক্ষেত্রে অনেকটাই নীরব। এই গানের মাধ্যমে প্রতিবাদটা কিছুটা গতি পাবে বলে বিশ্বাস করি। এই গানে ফুটে উঠেছে- হত্যা নয়, ভালোবাসায় বিশ্বজয় এই বাণী।’
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম