'মনপুরা' সিনেমার 'নিথুয়া পাথারে' শিরোনামের গানে কণ্ঠ দিয়ে বাংলাদেশের সঙ্গীতভুবনে হইচই ফেলেন ফজলুর রহমান বাবু। এরপর নিয়মিত না হলেও মাঝে মধ্যেই গাইতে দেখা গেছে তাকে। গুণী এ অভিনেতা ফের গায়কের ভূমিকায় ফিরছেন। সরকারি অনুদানে নির্মিতব্য 'গহীন বালুচর' সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।
শুধু ফজলুর রহমান বাবুই নন, গানটিতে কণ্ঠ দেবেন দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান ও জয়িতা। এ সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করছেন ফজলুর রহমান বাবু। তিনি আরও জানান, চরিত্রের প্রয়োজনের জন্যই তিনি গানটি গাইতে রাজি হয়েছেন। 'গহীন বালুচর' সিনেমাটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ। গত ডিসেম্বরে ছবির মহরত করা হয়।
'গহীন বালুচর' ছবিটিতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা, রুনা খান প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা