জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ১৮ জানুয়ারি দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং হয়।
এর আগেও মিথিলা অনেকগুলো টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অধিকাংশ বিজ্ঞাপনে তার সঙ্গে দেখা গেছে তাহসানকে। তবে জুবায়ের আনান নির্মিত এ বিজ্ঞাপনটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে না। শুধু ডিজিটাল মাধ্যমে দেখা যাবে।
এদিকে বিশেষ বিশেষ দিবসের নাটকে দেখা মেলে মিথিলার। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করছেন একটি নাটক। এতে জুটিবদ্ধ হয়েছেন তাহসান-মিথিলা। এ নাটকে নিজের লেখা গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দেবেন মিথিলা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ