অভিনয়ে আর নিয়মিত দেখা যায় না একসময়ের জনপ্রিয় অভিনেতা শিমুলকে। হঠাৎ করে টিভি পর্দায় ফেরেন, এরপর আবার 'নিখোঁজ' হয়ে যান। সবশেষ গত বছরের ডিসেম্বর মাসে চলতি ধারাবাহিক নাটক 'সানফ্লাওয়া' এ অভিনয় করেছিলেন তিনি। আর ছয় মাসের বিরতি ভেঙে আবার তিনি ফিরছেন ঈদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
গী দ্যা মোপাসা'র গল্প অবলম্বনে চলচ্চিত্রটির নাম 'নেকলেস'। এটি রচনা ও পরিচালনা করছেন ইভান মনোয়ার। এতে আরো অভিনয় করছেন সুমনা সোমা ও ইসরাত তন্নী।
উল্লেখ্য, সাবলীল এই অভিনেতার প্রথম চলচ্চিত্র ছিল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত 'একাত্তরের যীশু'। এরপর তিনি মতিন রহমানের 'মহব্বত জিন্দাবাদ', হুমায়ূন আহমেদের 'শ্যামল ছায়া', বেলাল আহমেদের 'নন্দিত নরকে', গিয়াস উদ্দিন সেলিমের 'মনপুরা' চলচ্চিত্রে অভিনয় করেন। ছোটপর্দার পাশাপাশি সর্বশেষ সাইফুল ইসলাম মান্নুর 'পুত্র' চলচ্চিত্রে অভিনয় করেন শিমুল।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/ওয়াসিফ