র্যাম্পের গণ্ডি পেরিয়ে ছোট পর্দা এবং বড় পর্দায় আলোর দ্যুতি ছড়িয়েছেন রুহি। কিন্তু বিয়ের পর অনেকটা পাকাপাকিভাবে স্বামী ও সন্তান নিয়ে লন্ডনে পাড়ি জমালেও মাঝে বেশ কয়েকবার উঁকি দিয়ে গেছেন দেশে।
সম্প্রতি আবার ঢাকায় ফিরেছেন এই তারকা। এই প্রত্যাবর্তনের সঙ্গে এবার ক্যামেরার সামনে দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করলেন রুহি। অর্থাৎ আবারও মিডিয়ায় কাজ শুরু করেছেন এই মডেল ও অভিনেত্রী। একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে ঈদে প্রচারিতব্য নাটকে দেখা যাবে তাকে। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে ইসমত আরা চৌধুরী পরিচালিত 'অনুভূতির ছোঁয়া' নামক এই নাটকটির। আজ নাটকটির শুটিং শেষ হবে। এতে রুহির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান।
বাংলাদেশ প্রতিদিনকে রুহি বলেন, 'অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভিন্নরকম এক অনুভূতি পাচ্ছি। চেষ্টা করব নিয়মিত হওয়ার। তাছাড়া বাচ্চা ছোট হওয়ায় অনেক কাজে গ্যাপ দিয়েছি। আরেকটু বড় হলে ফের ধারাবাহিকতা রক্ষা করব।'
চলচ্চিত্রে আবারও দেখা যাবে কিনা জানতে চাইলে এবার রুহি বলেন, 'ওই যে বললাম ছেলেটা আরেকটু একটু বড় হোক, তারপর। আমাদের হোম প্রোডাকশনের অর্থাৎ মনসুর ও আমার প্রোডাকশনের বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে। তবে ইচ্ছে রয়েছে যেসব প্রোডাকশনের ছবি নির্মিয়মান ছিল বা শেষ হয়নি বা হাতে রয়েছে সেগুলোর মাধ্যমে প্রত্যাবর্তনের। আশা করি এ বছরই বড় পর্দায় ফিরব।'
রুহি অভিনীত মনসুর আলীর পরিচালনায় 'একাত্তরের সংগ্রাম' এবং অনিমেষ আইচ পরিচালিত 'জিরো ডিগ্রি' ছবি দুটি প্রশংসিত হয়েছে। মুক্তি পায়নি ইসমত আরা চৌধুরী শান্তির 'মায়ানগর'। ওপার বাংলার 'গ্ল্যামার' নামের একটি ছবিতেও কাজ করেছেন তিনি।