নওয়াজউদ্দিন সিদ্দীকি হালের বলিউড অভিনেতাদের মধ্যে একজন। অভিনয় ও চমকপ্রদ উপস্থিতির মাধ্যমে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এ অভিনেতা। ভক্তদের সামনে বিভিন্ন রূপে তাকে হাজির হতে দেখা যায়।
সম্প্রতি ‘মম’ সিনেমায় অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দীকি যে রূপ নিয়েছেন, সেটি প্রথমবার প্রকাশিত হলে রীতিমতো চমকে যান দর্শকরা।
কুটিল চাহনির আংশিক টাক পড়া লোকটি যে আসলে নওয়াজউদ্দিন, তা প্রথম দেখায় বোঝার সাধ্য আছে কার? সম্প্রতি নওয়াজ জানালেন, এ চেহারাটি পেতে দিনে ২ ঘণ্টার বেশি সময় মেকআপের পেছনে দিতে হয়েছে এ অভিনেতাকে।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরো বললেন, চিত্রায়নের সময় নকল অঙ্গ-প্রত্যঙ্গ ধারণ বা অনেক গরম আবহাওয়ায় কাজ করার মতো নানা কষ্ট পোহাতে হলেও শেষ পর্যন্ত যে ফল পাওয়া গেছে, তাতে খুশি তিনি। মানুষ মুগ্ধ হয়েছে, আর একজন অভিনেতার এটাই চাওয়ার থাকে বলে জানান নওয়াজ।
ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নওয়াজউদ্দিন সিদ্দীকিকে। সন্ত্রাসী, সংবাদ প্রতিবেদক, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পেশাদার খুনি পর্যন্ত বিচিত্র সব ভূমিকায় দেখা গেছে তাকে।
প্রতিবারই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন দুর্দান্তভাবে। এ অভিনেতার আসন্ন চলচ্চিত্রগুলোর একটিতে তিনি অভিনয় করছেন লেখক সাদাত হাসান মান্টোর চরিত্রে। আর মম সিনেমায় শ্রীদেবীর সঙ্গে তাকে দেখা যাবে একটি খলচরিত্রে অভিনয় করতে।
‘সুদর্শন নায়ক’-এর গতবাঁধা ধারণাটাও বলিউডে বদলাতে শুরু করেছে বলে নিজের মত প্রকাশ করেন নওয়াজউদ্দিন।
তার মতে, ‘সুদর্শন’ কথাটি সম্পূর্ণই মানসিকতার ওপর নির্ভর করে। সঙ্গে জানান, কোনো চরিত্রকেই ছোট করে দেখেন না তিনি। ‘আমার কাছে চরিত্র মানে চরিত্র। যতক্ষণ পর্যন্ত এটি ভালো, এটা ছোট না বড়, সেটি কোনো গুরুত্ব বহন করে না। এটি আমাকে অভিনেতা হিসেবে আরো বেশি দৃষ্টিগোচরতা দেয়, আর এর জন্যই আমি এখানে, বললেন নওয়াজ।
সূত্র: বলিউডলাইফ
বিডি প্রতিদিন/ ২০ জুন, ২০১৭/ ই জাহান