এখনো 'চ্যাম্প' মুক্তি পায়নি। তার আগেই নতুন ছবি 'ধূমকেতু'তে নিজের লুক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেতা দেব। যা রীতিমতো চমকে দিয়েছে তার ভক্তদের। ছবিতে ৮২ বছরের বুড়ো দেবের দেখাও মিলবে। সেই মতো নিজেকে ফুটিয়ে তুলতে নাকি সাত ঘণ্টা ধরে মেকআপ নিতে হয়েছে দেবকে।
মেকআপ করার পর তোলা দুইটি ছবি টুইটারে প্রকাশ করেছেন দেব। সাদা চুল, ঝুলে পড়া গাল, ফোলা পেট-পোশাক-আশাকেও বুড়োদের মতো। দেবকে চেনাই যাচ্ছে না। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় 'ধূমকেতু' ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী।
বিডি প্রতিদিন/২১ জুন, ২০১৭/ফারজানা