কিছুদিন আগেই দঙ্গলখ্যাত অভিনেত্রী ফাতিমার স্যুইমস্যুট পরা ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কার্যত বিতর্কের ঝড় তুলেছিল। একজন মুলম নারী হয়ে রমজান মাসে কিভাবে তিনি এমন পোশাক পরেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিছু মানুষ। এবার সেই প্রশ্নের মুখোমুখি নবাব কন্যা সোহা আলি খান। তবে কোনও বিকিনি বা স্যুইমস্যুট নয়, শাড়ি পরে বিতর্কে জড়িয়েছেন তিনি।
কয়েক মাসের গর্ভবতী সোহা। সম্প্রতি তাঁর ‘বেবিশাওয়ার’ অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে ও ট্যুইটারে শেয়ার করেন তিনি। সেখানে তার শাড়ি, কপালে টিপ আর মাথায় খোঁপা একেবারে মিষ্টি বাঙালি সংস্কৃতিকেই মনে করিয়ে দিচ্ছে। কিন্তু তাতেই বেধেছে সমস্যা। এমনভাবে শাড়ি পরা নাকি হিন্দুত্বের পরিচয়। তার ছবির তলায় কমেন্ট আসতে শুরু করেছে, যে আদৌ মুসলিম নন সোহা। আর ওইসব পোস্টে কেন ঈদের শুভেচ্ছা জানাননি সোহা, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
কেউ লিখেছেন, ‘সোহাকে ডিসলাইক করলাম। আমি নিশ্চিত উনি মুসলিম নন।’ অন্য এক ইউজার লিখেছেন, ‘সোহা আলি খান আপনার লজ্জা হওয়া উচিত। আপনি মুসলিম নন। ঈদ লিখতে আপনার লজ্জা লাগে?’
অন্যদিকে সোহার সমর্থনেও মন্তব্য করেছেন অনেকে। এক জনের বক্তব্য, ‘শাড়ি ভারতের ঐতিহ্যশালী পোশাক। উনি পরতেই পারেন।’ আবার অন্য এক জনের ব্যাখ্যা, ‘বাঙালি মুসলিমরা তো এমন পোশাক পরেন।’ গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও সোশ্যাল মিডিয়াতে সোহা ছোট্ট জবাব হিসেবে বলেছেন, ‘সাজগোজের জন্য পরিবার ও বন্ধুদের ভালবাসাই যথেষ্ট।’
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯